হারের বৃত্ত থেকে বের হতে পারলো না সিলেট সিক্সার্স । নিজেদের অষ্টম ম্যাচে খুলনা টাটান্সের কাছে ২১ রানে হারলো তারা।
বিপিএলের ২৮তম ম্যাচে প্রথমে টসে হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান করে খুলনা টাইটান্স।
১৭০ রানের বড় লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সিলেট। শেষ পর্যন্ত সেই ধাক্কা কাটিয়ে উঠতে ব্যর্থ হয় তারা। অবশেষে ২১ রানের হার নিয়ে মাঠ ছাড়ে তারা।
সিলেট সিক্সার্সের সংক্ষিপ্ত স্কোরঃ ৭/১৪৯
লিটন(০), সাব্বির(১৩), আফিফ(২৯), কাপালি(১১), পোরান (২৮), নেওয়াজ(৫৪),তানভীর(৫)।
উইকেট নিয়েছঃ তাইজুল(৩), ৯১শুভাশিষ(১), ভেসি(১), জুনায়েদ(১),ইয়াসির(১)।
খুলনা টাইটান্সের সংক্ষিপ্ত স্কোরঃ ১৭০/৯
টেইলর(৪৮), জুনায়েদ(৩৩), আল আমিন(২), শান্ত(১৭), মাহমুদউল্লাহ(৩), আরিফুল(০), ইয়াসির(৮), তাইজুল(৯)* জুনায়েদ(০)।
উইকেট নিয়েছেনঃ অলক (৪), নেওয়াজ(২), তাসকিন(২)।
সাত ম্যাচে দুই জয় নিয়ে পয়েট টেবিলের ষষ্ঠ স্থানে আছে সিলেট। অন্যদিকে আট ম্যাচে এক জয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে খুলনা টাইটান্স। তাই বিপিএলে টিকে থাকার লড়াইয়ে সিলেট সিক্সার্সের জয়টা বেশি দরকার।
খুলনা টাইটান্সঃ টেইলর, জুনায়েদ, আল আমিন, শান্ত, মাহমুদউল্লাহ, আরিফুল, ভেসি, ইয়াসির, তাইজুল, শুভাশিস, জুনায়েদ খান।
সিলেট সিক্সার্সঃ সাব্বির, লিটন, নাসির, সোহেল তানভীর, পোরান, ইরফান, আফিফ, অলক কাপালী, তাসকিন আহমেদ, নেওয়াজ, জাকের আলী।