Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ওয়ানডেতে লারাকে ছাড়িয়ে গেলেন কোহলি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯, ০৯:৫৮ AM
আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯, ০৯:৫৮ AM

bdmorning Image Preview


বুধবার ম্যাকলিন পার্কে ব্যাট হাতে ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান চালর্স লারাকে টপকে গেলেন বিরাট কোহলি৷ ওয়ান ডে ক্রিকেটে রান সংগ্রাহক হিসেবে লারাকে পিছনে ফেলে বিশ্বের প্রথম ১০ ব্যাটসম্যানের তালিকায় ঢুকে পড়লেন বিরাট৷ এদিন ব্যক্তিগত ২১ রান করার পরই লারাকে টপকে বিশ্বের প্রথম দশজন ওয়ান ডে রান সংগ্রাহক হন কোহলি৷

ওয়ানডে ক্রিকেটে ব্রায়ান লারার রয়েছে ১০,৪০৬ রান। যা এসেছে ২৯৯ ম্যাচের ২৮৯ ইনিংসে। ৪০.৪৮ গড়ে এই রান করেছেন ক্যারিবিয়ান কিংবদন্তি। স্ট্রাইক রেট ৭৯.৫১। ১৯ সেঞ্চুরি ও ৬৩ হাফ-সেঞ্চুরি রয়েছে লারার। সর্বাধিক ১৬৯। সেখানে ২২০ ম্যাচের ২১২ ইনিংসে কোহালি করেছেন ১০,৪৩০ রান। গড় ৫৯.৬০। স্ট্রাইক রেট ৯২.৬৫। ৩৯ সেঞ্চুরি ও ৪৮ হাফ-সেঞ্চুরি করে ফেলেছেন এর মধ্যেই। সর্বাধিক ১৮৩। অথাৎ লারার চেয়ে ৭৭ ইনিংস কম খেলেই তাকে ছাড়িয়ে গেলেন কোহলি। 

নেপিয়ারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ভারত অধিনায়ক করলেন ৪৫। ভারতের মধ্য পঞ্চম ব্যাটসম্যান (সচিন, সৌরভ, দ্রাবিড় ও ধোনি) হিসেবে ১০ হাজার রানের গণ্ডি টপকেছেন বিরাট৷

বুধবার ভারতের ইনিংসের ১৬তম ওভারে বাঁ-হাতি স্পিনার মিচেল স্যান্টনারকে বাউন্ডারি মেরে লারাকে টপকে গেলেন তিনি। এখন একদিনের ক্রিকেটে সর্বাধিক রানসংগ্রহকারীর তালিকায় দশে রয়েছেন কোহালি। তাঁর সামনে আছেন শচীন টেন্ডুলকার (৪৬৩ ম্যাচে ১৮৪২৬ রান), কুমার সঙ্গাকারা (৪০৪ ম্যাচে ১৪২৩৪ রান), রিকি পন্টিং (৩৭৫ ম্যাচে ১৩৭০৪ রান), সনৎ জয়সূর্য (৪৪৫ ম্যাচে ১৩৪৩০ রান), মাহেলা জয়বর্ধনে (৪৪৮ ম্যাচে ১২৬৫০ রান), ইনজামাম-উল-হক (৩৭৮ ম্যাচে ১১৭৩৯ রান), জাক কালিস (৩২৮ ম্যাচে ১১৫৭৯ রান), সৌরভ গঙ্গোপাধ্যায় (৩১১ ম্যাচে ১১৩৬৩ রান), রাহুল দ্রাবিড় (৩৪৪ ম্যাচে ১০৮৮৯ রান)।

Bootstrap Image Preview