Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, মে ২০২৫ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ময়মনসিংহে নারীসহ ৪ ‘জঙ্গি’ আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯, ১০:১৬ AM
আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯, ১০:১৬ AM

bdmorning Image Preview


ময়মনসিংহের বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে এক নারীসহ ৪ জঙ্গিকে আটকের দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

বুধবার (২৩ জানুয়ারি) রাত ৮টার দিকে তাদেরকে জঙ্গি সন্দেহে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‍্যাব।

এ ব্যাপারে তৌফিকুল আলম বলেন, বড় ধরনের নাশকতার পরিকল্পনা নিয়ে ঢাকা থেকে জামালপুরের দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনযোগে ওই জঙ্গিরা স্থানীয় বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশনে এসে নামে। 

এর আগে থেকেই গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অবস্থানরত র‌্যাব সদস্যরা তাদের আটক করেন। এই সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়। 

ময়মনসিংহের র‍্যাব-১৪, সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার (এএসপি) তৌফিকুল আলম এবং র‍্যাবের ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানির অধিনায়ক মেজর শিবলি সাদিকের নেতৃত্বে যৌথ দল বুধবার রাতে তাদের আটক করে।

তৌফিকুল আলম আরো বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

Bootstrap Image Preview