Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শেষ সেশনে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং বিপর্যয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯, ১১:৪৩ AM
আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯, ১১:৪৩ AM

bdmorning Image Preview


ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের শুরুটা ভালোই হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের৷ তবে শেষবেলার হঠকারীতায় প্রথম দিনের শেষে কোণঠাসা ক্যারিবিয়ানরাই৷ ৮ উইকেটে ২৬৪ রানে দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। 

বুধবার ব্রিজটাউনের কেনিংটন ওভালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার৷ প্রথমে ব্যাট করে দুই ক্যারিবিয়ান ওপেনার ক্রেগ ব্রাথওয়েট ও জন ক্যাম্পবেল প্রথম উইকেটের জুটিতে ৫৩ রান যোগ করেন৷ ক্যাম্পেবল ৫৩ বলে ৪৪ রান করে মঈন আলির বলে এলবিডব্লু হন৷

স্টোকসের বলে ব্রাথওয়েট আউট হব ৪০ রান করে৷ এক ওভারের ব্যবধানে স্টোকসকে উইকেট দেন চার নম্বরে ব্যাট করতে আসা ড্যারেন ব্র্যাভো (২)৷ শাই হোপ ও রোস্টন চেস উভয়েই ব্যক্তিগত হাফসেঞ্চুরির গণ্ডি টপকে উইকেট দিয়ে আসেন৷ হোপ ৫৭ ও চেস ৫৪ রান করে অ্যান্ডারসনের শিকার হন৷

দলীয় ২৪০ রানে রস্টন চেস ফিরে গেলে ব্যাটিং বিপর্যয়ের পড়ে ক্যারিবিয়ানরা। পরবর্তী ২৪ রােনের মাথায় ৩ উইকেট হারায় হারায় তারা। এ সময় শিমরন হেটমায়ার একপ্রান্তে আগ্রাসী ব্যাটিং করলেও দিনের শেষবেলায় অপর প্রান্ত দিয়ে পর পর প্যাভিলিয়নের পথে হাঁটা লাগান ডওরিচ (০), হোল্ডার (৫) ও রোচ (০)৷ ডওরিচ ও হোল্ডারকে আউট করেন অ্যান্ডারসন৷ রোচ ফেরেন স্টোকসের বলে৷ প্রথম দিনের শেষে হেটমায়ার নটআউট রয়েছেন ব্যক্তিগত ৫৬ রানে৷ ৬০ বলের ইনিংসে তিনি ৫টি চার ও ২টি ছক্কা মেরেছেন৷ ওয়েস্ট।

ইংলিশদের হয়ে এদিন ২৪ ওভার বল তরে ১২টি মেডেইন তুলে নেন জেমস অ্যান্ডারসন। ৩৩ রান খরচায় তিনি একিাই নেন ৪টি উইকেট। এছাড়া বেন স্টোকস ৩টি ও মইন আলী নেন ১টি উইকেট। 

Bootstrap Image Preview