Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফুলবাড়ী জিএম পাইলট বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯, ০১:৪২ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯, ০১:৪২ PM

bdmorning Image Preview


দিনাজপুরের ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিদ্যালয়টির মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়। 

বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ৫৬ টি ইভেন্টে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের৬ষ্ট শ্রেনী হতে ১০ শ্রেনীর ছাত্র/ছাত্রীরা খেলায় অংশগ্রহণ করেন।

ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পৌর মেযর মুরতুজা সরকার মানিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামিম আশরাফ, বিশিষ্ট্য ব্যবসায়ী আলহাজ্ব শামসুজ্জোহা দুলাল।

পরে অতিথিগণ বার্ষিক ক্রীড়া প্রতিয়োগীতায় বিজয়ীদেরকে মাঝে পুরস্কার প্রদান করা হয়। 

Bootstrap Image Preview