Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বঙ্গবন্ধু মেডিকেলে সংঘর্ষের ঘটনায় ৪ কর্মচারী বরখাস্ত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯, ০৩:৩০ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯, ০৩:৩০ PM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক নার্সের স্বামীর সঙ্গে চতুর্থ শ্রেণির এক কর্মচারীর বাকবিতণ্ডের জেরে সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় চতুর্থ শ্রেণির চার কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই সংঘর্ষ শুরু হয়ে প্রায় ঘণ্টাখানেক চলে। পরে বিএসএমএমইউ পরিচালকের আশ্বাসে নার্স ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলে ফিরে যান। 

আগামী রোববার (২৭ জানুয়ারি) এ ঘটনা নিয়ে হাসপাতাল প্রশাসন বৈঠকে বসবে বলে জানিয়েছে হাসপাতালের একটি সূত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিএসএমএমইউয়ের একজন নার্সের স্বামীকে লাঞ্ছিত করেন চতুর্থ শ্রেণির কয়েকজন কর্মচারী। এ নিয়ে প্রতিবাদ জানালে বৃহস্পতিবার সকালে নার্সদের সঙ্গে চতুর্থ শ্রেণির কর্মচারীদের বাদানুবাদ হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

পরে ওই নার্সের অভিযোগের পরিপ্রেক্ষিতে চতুর্থ শ্রেণির চার কর্মচারী ইসমাইল, শরীফ, রুবেল ও জামালকে সাময়িক বরখাস্ত করেছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ।

এই বিষয় শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, বিএসএমএমইউ কর্তৃপক্ষ হস্তক্ষেপে সংঘর্ষ থেমে গেছে ।

Bootstrap Image Preview