Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রজনীকান্তের ভক্তরা দুধ চোর!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯, ০৩:৪৩ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯, ০৩:৪৩ PM

bdmorning Image Preview


ছবি মুক্তির আগে তামিল সুপারস্টারদের ছবিতে দুধ ঢালার রীতি পুরনো। ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই এই রীতির বিরোধিতা করে আসছিলো। কিন্তু কোন সুরাহা করতে পারেনি। এবার সুপারস্টার রজনীকান্তের ভক্তদের বিরুদ্ধে দুধ চুরির অভিযোগ উঠেছে।

তামিলনাড়ু মিল্ক ডিলার্স এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুলিশে অভিযোগ করা হয়েছে। ২০১৫ সাল থেকে সুপারস্টারদের পোস্টারে দুধ ঢালার রীতি বন্ধের দাবি জানিয়ে আসছেন তারা। নায়কদেরও দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু ব্যর্থ হয়েছেন।

এ প্রসঙ্গে অ্যাসোসিয়েশনের সভাপতি এস এ পন্নুসামি বলেন, ‘ব্যাপক হারে দুধের প্যাকেট চুরি হচ্ছে। আমরা এ বিষয়ে প্রথমসারির সব অভিনেতাদের দৃষ্টি আকর্ষণ করেছি। রজনীকান্ত, অজিত, বিজয়দের সঙ্গে দেখা করার চেষ্টা করেছি। এই রীতি বন্ধ করতে তাদের সাহায্যের জন্য আলোচনাও করেছি। কিন্তু কেউই এ সমস্যার সমাধানের জন্য কিছুই করেননি।’

তিনি আরো বলেন, ‘মাঝরাতে লরিতে করে দুধের প্যাকেট আনা হয়। ভোরে তা দোকানে দোকানে সরবরাহ করা হয়। দোকানের বাহিরে দুধের প্যাকেট বাক্সগুলো রাখা হয়। সে সময়ই সুপারস্টারদের ভক্তরা দুধ চুরি করেন।’

সম্প্রতি সিনেমা মুক্তির আগে নিজের পোস্টারে দুধ ঢালার জন্য ভক্তদের আহবান করেন তামিল অভিনেতা সিম্বু। এই ঘটনার পরপরই নড়েচড়ে বসেন দুধ ব্যবসায়ীরা।

Bootstrap Image Preview