Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯, ০৪:২৩ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯, ০৪:২৩ PM

bdmorning Image Preview


'সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাবো মোরা' এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীদের উদ্যোগে জেলার এতিম শিশুসহ সুবিধাবঞ্চিত প্রায় দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বেলা ১২টায় ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবা দানমূলক একটি গ্রুপ 'চিকিৎসা বঞ্চিত ও অসহায় মানব সেবায় আমরা' এমন একটি ব্যানারে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে অধ্যক্ষ, ঠাকুরগাঁও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, মোঃ বেলালা হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ঠাকুরগাঁও, ড. কে এম কামরুজ্জামান সেলিম।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা, ঠাকুরগাঁও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, ডা. মোঃ হাফিজুর রহমান, সহকারী অধ্যক্ষ ডাঃ মোজাম্মেল হক, সিনিয়র শিক্ষক ঠাকুরগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়, হাফেজ মোঃ রশিদ আলম, চিকিৎসাবঞ্চিত অসহায় ও মানব সেবায় আমরা গ্রুপের চেয়াম্যান, মোস্তাকিমা রহমান রিতু তাহা প্রমুখ।

Bootstrap Image Preview