Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নড়াইলে উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা

শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯, ০৫:০০ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯, ০৫:০০ PM

bdmorning Image Preview


নড়াইলের লোহাগড়ায় উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪২ জন প্রতিযোগি প্রতিযোগিতায় অংশ নেয়।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুরে নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র সভাপতিত্ব করেন।

এ সময় সহকারি কমিশনার (ভূমি) এমএম আরাফাত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহীদুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান, লোহাগড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ খায়রুল ইসলাম বক্তব্য রাখেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার।

পরে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লোহাগড়া উপজেলা প্রশাসন প্রতিযোগিতার আয়োজন করে।

Bootstrap Image Preview