Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় কন্যা শিশুর মৃত্যু

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯, ০৫:০৮ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯, ০৫:০৮ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ইঞ্জিনভ্যানের ধাক্কায় সুমাইয়া খাতুন (৫) নামের এক শিশু নিহত হয়েছে।

বুধবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় কাশিমাড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া খাতুন উপজেলার কাশিমাড়ি গ্রামের সোহরাব হোসেন তরফদারের মেয়ে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন জানান, কাশিমাড়ি বাজারের রাস্তার পাশে দাড়িয়ে ছিল বাবা-মেয়ে। মেয়েকে দোকান থেকে মিষ্টি কিনে দিচ্ছিল বাবা সোহরাব হোসেন। হঠাৎ দ্রুতগামী একটি ইঞ্জিনভ্যান শিশুটিকে ধাক্কা দেয়। সুমাইয়া খাতুনকে উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইঞ্জিনভানে বসে থাকা যাত্রী কাশিমাড়ী গ্রামের জলিল সানার স্ত্রী মরিয়ম খাতুন (৫০) দুর্ঘটনাকালীন ভ্যান থেকে পড়ে যেয়ে মারাত্নক আহত হয়ে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ভ্যানচালক সাইদুল ইসলাম পলাতক রয়েছে।

শ্যামনগর থানায় এ ব্যাপারে একটি মামলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

Bootstrap Image Preview