Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কারওয়ানবাজারে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯, ০৫:৪৩ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯, ০৫:৪৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এতে ২০০ এর অধিক অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।

বৃহস্পতিবার(২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট মীর নাহিদ আহসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ফুটপাত দখল করে রাখা ২০০টির অধিক অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। তাছাড়া ভ্রাম্যমাণ আদালতে ৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪টি মামলার মাধ্যমে সর্বমোট ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠান ৪টি হচ্ছে গ্রীন ল্যান্ড, সিয়াম ফার্নিচার, নিউ স্টার হার্ডওয়্যার ও তৃপ্তি হোটেল।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি’র এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

Bootstrap Image Preview