রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে পথনাট্য 'ছারপোকা' মঞ্চায়িত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের সামনে স্নান চত্বরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে এ নাটকের মঞ্চায়ন হয়। নাটকটির রচয়িতা রতন সরকার ও নিদের্শনায় ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নাট্য সম্পাদক হাসান খালিদ।
নাটকের দৃশ্যে দেখা যায়, মুক্তিযুদ্ধের ইতিহাসকে সবসময় বিকৃত করার চেষ্টা করে স্বাধীনতা বিরোধী রাজাকার বাহিনীরা। এখনো যারা রাজাকারদের আদর্শকে ধারণ করে সমাজের বুক ফুলিয়ে চলাফেরা করে। স্বাধীন বাংলাদেশে তারা তাদের রাজত্ব কায়েম করতে চায়। ছারপোকা নাটকে ছারপোকা হিসেবে তাদেরই চিত্র তুলে ধরা হয়েছে। তার পাশাপাশি নাটকটিতে মুক্তিযুদ্ধের চেতানায় নবীন শিক্ষার্থীদের উজ্জীবিত করতে দেখা যায়।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- হাসান খালিদ, আনছারুল অনুপম, শ্রাবন্তী রানী, সোহাগ দেওয়ান, আজম হোসেন, আজমিরা আঞ্জুম, আশিকুর রহমান আশিক, গোলাম মোস্তফা, তৃপ্তি, রাশেল, সীমা, শিবলী শিহাব প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুল আলিম। বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক পিএম সফিকুল ইসলাম নাট্যকর্মীদের অভিনন্দন জানিয়েছেন। একই উপলক্ষে আগামীকালও বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ নাটকের মঞ্চায়ন হবে।