রাতা রাতি পাল্টিয়ে গিয়েছে সাব্বির রহমানের জীবন। দুঃস্বপ্ন তাঁর সত্যি হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন, তার পর ছিলো না ব্যাটে রান। তার পরেও আসন্ন নিউজিল্যান্ড সফরে টাইগার দলের ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন। এই সুযোগটাকে দ্বিতীয় জীবন বলে দাবি করছেন সাব্বির। সেই সাথে ধন্যবাদ জানাতে ভুলেননি সেই মানুষটিকে যার জোরলো দাবিতে দলে জায়গাটা পেয়েছেন। হ্যাঁ, মাশরাফিকে ধন্যবাদ জানিয়েছেন সাব্বির।
এমন সুযোগ পাওয়ায় অধিনায়ক ও বিসিবিকে ধন্যবাদ জানান সাব্বির, ‘ধন্যবাদ বিসিবিকে আমার উপর ভরসা করার জন্য। ধন্যবাদ সিনিয়র খেলোয়াড়দেরও। এবং অবশ্যই মাশরাফি ভাইকে আমার উপর আস্থা রাখার জন্য। নিজের উপর চ্যালেঞ্জটা বেশি কারণ চেষ্টা থাকবে যেভাবে হোক নিজেকে ফিরে পাওয়া এবং আগের সাব্বির হয়ে ফিরে আসা।’
আর সুযোগটা কাজে লাগাতে বাংলাদেশ দলে অভিষেক হচ্ছে ভেবেই খেলবেন সাব্বির, ‘আসলে এটা আমার দ্বিতীয় জীবন। প্রথম ম্যাচটা যখন খেলবো আমার দ্বিতীয় অভিষেক হবে বাংলাদেশ দলে। চেষ্টা করবো এখান থেকে ভাল কিছু করার। আগের সাব্বির যেভাবে খেলেছে সেভাবে নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা করবো। কখনও ব্যর্থ হলেও নিজের উপর বিশ্বাস রাখবো এবং টিম ম্যানেজমেন্ট যা চায় তাই করবো।’
চলতি বিপিএলে সাব্বির ব্যাট হাতে আট ম্যাচ খেলেছেন তার মধ্যে একটি ম্যাচে ফিফটি করেছেন। সিলেটের মাটিতে সেই ম্যাচে সাব্বির ৮৫ রানের একটি ঝড়ো ইনিংস খেলেছিলেন।