Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রথম ব্যাটসম্যান হিসেবে গেইলের “৯০০”

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০১৯, ১০:০১ AM
আপডেট: ২৫ জানুয়ারী ২০১৯, ১০:০১ AM

bdmorning Image Preview


বিপিএলের ষষ্ঠ আসরে রংপুর রাইডার্সে নাম লিখিয়েছেন টি-টোয়েন্টির ফেরিওয়ালা ক্রিস গেইল। চলতি আসরে দলের হয়ে ছয়টি ম্যাচ খেলেছেন। কিন্তু এর মধ্যে প্রথম পাঁচটি ম্যাচেই তার ব্যাট ছিল শান্ত। কিন্তুু খুলনা টাইটান্সের বিপক্ষে তাকে দেখা যায় তার স্বাভাব সুলভ ব্যাটিংয়ে। রংপুরের হয়ে নিজের প্রথম অর্ধশতক তুলে নেন। তার এই ইনিংটি দলের জয়ে বড় অবদান রেখেছিল। 

গত মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে  খুলনা টাইটানসের বিপক্ষে ৪০ বলে ৫৫ রানের ইনিংস খেলেছেন গেইল।ইনিংসটি সাজিয়েছেন পাঁচটি ছক্কা ও দুটি চার দিয়ে। এতেই টি-টোয়েন্টি ইতিহাসের প্রথম ব্যাটসম্যান ৯০০ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েন গেইল। 

৩৮ বছর বয়সী এই ওপেনার সব মিলিয়ে এখন পর্যন্ত ৩৬৩ টি-টোয়েন্টি ম্যাচে হাঁকিয়েছেন ঠিক ৯০০টি ছক্কা। টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার মালিক কাইরন পোলার্ড, ৫৫৭টি। এরপরই সেরা পাঁচে এই তালিকার আছেন যথাক্রমে ব্রেন্ডন ম্যাককালাম (৪৮৪), শেন ওয়াটসন (৩৮৬) ও ডোয়াইন স্মিথ (৩৭২)।

চার হাঁকানোর দিক দিয়েও সবার উপরে গেইল। টি-টোয়েন্টিতে গেইল চার হাঁকিয়েছেন ৯৩০টি। দুই নম্বরে থাকা ব্রেন্ডন ম্যাককালামের চার সংখ্যা ৯১৬টি। ৮০৩টি চার হাঁকিয়ে তালিকার তিন নম্বরে ডেভিড ওয়ার্নার।

Bootstrap Image Preview