বিএনপিকে ভাঙার কিছু নেই। তারা নিজেই ভেঙে পড়েছে। কখনও ড. কামাল হোসেন, কখনও লন্ডন থেকে তারেক জিয়া আবার কখনও জেল থেকে খালেদা জিয়া নেতৃত্ব দিচ্ছেন। তাদের প্রকৃত নেতা কে সেটাই বোঝা দুষ্কর হয়ে পড়েছে বলে মন্তব্য করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মুজিবনগর স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, মনোনয়ন বাণিজ্য ও সিদ্ধান্তহীনতার কারণে নির্বাচনে ব্যাপক ভরাডুবি হয়েছে বিএনপির। জনগণ আর জ্বালাও-পোড়াও সন্ত্রাসীদের পছন্দ করে না। তাই তারা বিভিন্ন সময় নানা কথা বলছেন।
মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত জেলা মেহেরপুরের উন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন। বিশেষ করে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী রেললাইন ও মুজিবনগরে ৫০০ কোটি টাকা ব্যয়ে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।
এর আগে সকাল ১০টায় তিনি মুজিবনগরে পৌঁছান। পরে মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।