বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট ষষ্ঠ আসরের চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে আজ। এবারের চট্টগ্রাম পর্বে ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আজ দিনের প্রথম ম্যাচে লড়বে সিলেট সিক্সার্স-রাজশাহী কিংস। এই ম্যাচে রাজশাহী কিংস টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
তবে চমকের বিষয় আজ সিলেট দলের অধিনায়কেত্বর দায়িত্বে রয়েছেন অলক কাপালি। এর আগের ম্যাচে খুলনার বিপক্ষে অধিনায়কত্বে ছিলেন সোহেল তানভির। এক ম্যাচ পরেই তিনি সে দায়িত্ব হারালেন। খেলাটি শুরু হবে দুপুর ২টায়।
আজ এবারের আসরে প্রথমবারের মত মুখোমুখি হচ্ছে সিলেট ও রাজশাহী। ৮ খেলায় ৪ জয় ও ৪ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে রাজশাহী কিংস। অপরদিকে, টেবিলের তলানিতে রয়েছে সিলেট সিক্সার্স ৮ খেলায় ২জয় ও ৬ হারে মাত্র ৪ পয়েন্ট রয়েছে সিলেটের।
তারকা সমৃদ্ধ দল নিয়ে জ্বলে উঠতে পারছে না সিলেট। তবে নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করেছে রাজশাহী। পুরোপুরি না পারলেও, ৪টি জয় তুলে নিয়ে রাজশাহী।
রাজশাহী রাজশাহী: মেহেদি হাসান (অধিনায়ক), মোমিনুল, এলজে ইভান্স, টেন ডাসকাটে, জাকির, ফজলে, জসকার, আরাফাত, কামরুল ইসলাম রাব্বি, এস প্রসন্ন, মুস্তাফিজুর।
সিলেট সিক্সার্স: অলক কাপালী (অধিনায়ক), পুরান, তানভীর, নেওয়াজ, জেসন রায়, লিটন দাস, সাব্বির, তাসকিন, আফিফ, ইবাদত হোসেন চৌধুরী, নাবিল সামাদ চৌধুরী।