জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম সমাবর্তনে অংশগ্রহণ করতে ইচ্ছুক সাবেক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগামী ১ মার্চ থেকে শুরু হবে এবং রেজিস্ট্রেশেনের শেষ সময় ৩০ এপ্রিল ২০১৯।
সমাবর্তনের সম্ভাব্য তারিখ নভেম্বর ২০১৯ হতে পারে বলে কমিটি বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (২৩ জানুয়ারি) সমাবর্তন আয়োজনে গঠিত কমিটির সভা শেষে এ তথ্য জানান কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান।
তিনি আরো জানান, রাষ্ট্রপতির অনুমতি ও সময়সূচি পাওয়া সাপেক্ষে চলতি বছরের নভেম্বরের কোনো একদিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী সকল শিক্ষার্থী অংশ নিতে পারবেন।
এছাড়াও সমাবর্তন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি বিজ্ঞপ্তির মাধ্যমে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.jnu.ac.bd তে যথাসময়ে প্রকাশ করা হবে।