Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শাবিতে 'শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন’ শুরু

শাবি প্রতিনিধি
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০১৯, ০৩:০৬ PM
আপডেট: ২৫ জানুয়ারী ২০১৯, ০৩:০৬ PM

bdmorning Image Preview


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী শুরু হয়েছে ‘ইঞ্জিনিয়ারিং গবেষণা, উদ্ভাবন ও শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন’।

আজ শুক্রবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, "এ ধরনের সম্মেলন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবনে প্রেরণা যোগায়। এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক গবেষকরা অংশ নিয়েছেন যা পারতপক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক এই বিশ্ববিদ্যালয়টির জন্যই মঙ্গলজনক। এ ধরনর আয়োজন আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি বাড়ায় বলে মন্তব্য করন তিনি। "

এদিকে বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ এই সম্মেলনের আয়োজক হিসেবে রয়েছে।

ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল মুকিদ মােহাম্মদ মােকাদ্দেস’র সভাপতিত্বে উদ্বােধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরাে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়র কােষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, ইন্দোনেশিয়ার বগর এগ্রিকালচার ইউনিভার্সিটির ড. দারদা ইফনদি, মালয়শিয়ার দ্য ন্যাশনাল এনার্জি ইউনিভার্সিটির ড. নওশাদ আমিন, ইউনিভার্সিটি মালয়শিয়া পাহং এর ড. মাকসুদুর রহমান খান ও ভারতের আসাম ইউনিভার্সিটির ড. সুদিপ্ত রায় প্রমুখ। এসময় বিশ্ববিদ্যালয়র বিভিন্ন বিভাগর শিক্ষক ও শিক্ষার্থী ও সম্মেলনে বিভিন্ন দেশ থেকে আগত ডেলিগেটবৃন্দ উপস্থিত ছিলন।

সম্মেলনের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়ন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো জহিরুল ইসলাম বলন, সম্মেলনে বাংলাদেশসহ মালয়শিয়া, ভারত ও ইন্দোনেশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের ১৭৩ টি গবেষণা প্রবন্ধ আকার উপস্থাপন করা হবে। এই সম্মেলন আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত চলবে।

উল্লখ্য, সংশ্লিষ্ট অনুষদভুক্ত বিভাগগুলোতে মৌলিক শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী কাজে দক্ষতা বাড়াতে এই সম্মেলনের আয়োজন করা হয় বলে জানানো হয়।

Bootstrap Image Preview