Bootstrap Image Preview
ঢাকা, ১১ সোমবার, আগষ্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

খালেদার মুক্তির দাবিতে রাজধানীতে বিএনপি’র বিক্ষোভ মিছিল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০১৯, ০৫:১২ PM
আপডেট: ২৫ জানুয়ারী ২০১৯, ০৫:৪৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বিএনপি’র কারাবন্দী নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে দলটি।

আজ শুক্রবার বেলা ১২টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে মিছিলটি বের করা হয়। বিএনপির সহদফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মিছিলটি বাটা সিগন্যাল থেকে সায়েন্স ল্যাবরেটরির দিকে গিয়ে শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল থেকে নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির জন্য নানা স্লোগান দেন।

Bootstrap Image Preview