Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারত থেকে আসা রোহিঙ্গারা ঠাঁই পাচ্ছে কক্সবাজার ক্যাম্পে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০১৯, ০৬:৩৪ PM
আপডেট: ২৫ জানুয়ারী ২০১৯, ০৬:৩৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারত থেকে আসা একশ রোহিঙ্গা পরিবার ঠাঁই পাচ্ছে কক্সবাজারের ক্যাম্পে। টেকনাফের হোয়াইক্যং চাকমারকুল ওমান রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে তাদের জন্য আলাদা ঘর নির্মাণ করা হচ্ছে।

গত কয়েকদিনে ভারত থেকে আসা রোহিঙ্গাদের ৭২ পরিবারের ৪৩২ জনকে ইতিমধ্যে সেই ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে। বাকিদের শনিবার স্থানান্তর করার কথা রয়েছে। বিভিন্নভাবে ভারত থেকে আসা এসব রোহিঙ্গারা এতদিন উখিয়ার ট্রানজিট ক্যাম্পে অবস্থান করেছিল।

গত বুধবার ট্রানজিট ক্যাম্প থেকে ৭২টি রোহিঙ্গা পরিবারকে হোয়াইক্যংয়ের ওমান রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এই ক্যাম্পে ভারত থেকে পালিয়ে আসা আরও ২৮টি রোহিঙ্গা পরিবারকে বসবাসের জায়গা করে দেয়া হবে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ‘ইউএনএইচসিআর’ এসব রোহিঙ্গাদের ক্যাম্পে প্রেরণের কাজ তদারকি করছে।

ক্যাম্প সূত্র জানায়, হোয়াইক্যং ওমান রোহিঙ্গা ক্যাম্পে ভারত থেকে আসা একশত রোহিঙ্গা পরিবারকে স্থানান্তর করা হবে। পূর্ববর্তী ৭২ পরিবারের সঙ্গে বাকি ২৮ রোহিঙ্গা পরিবারকে শনিবার ক্যাম্পে নিয়ে যাওয়ার কথা রয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক কক্সবাজার মো. কামাল হোসেন জানান, ইতিমধ্যে ১১ লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে এসে উখিয়া-টেকনাফে আশ্রয় নিয়েছে। সম্প্রতি হাজারের অধিক রোহিঙ্গা ভারত থেকে এসে ইউএনএসসিআর’র তত্ত্বাবধানে রয়েছে বলে জেনেছি। যেহেতু একবার মানবতা দেখানো হয়েছে সেহেতু নতুন আসাদেরও অন্যান্য শরণার্থীদের মতো বিভিন্ন ক্যাম্প সংযুক্ত করে রাখা হচ্ছে।

Bootstrap Image Preview