Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সংসদে সরাসরি নির্বাচনের নারী আন্দোলনের দাবিকে পাশ কাটানো হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০১৯, ০৭:২৪ PM
আপডেট: ২৫ জানুয়ারী ২০১৯, ০৭:২৪ PM

bdmorning Image Preview
ছবি: বিডিমর্নিং


‘জাতীয় সংসদে নারী প্রতিনিধির সংখ্যা বৃদ্ধি পেলেও প্রকৃত অর্থে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে সংসদে সরাসরি নির্বাচনের নারী আন্দোলনের দাবি সরকার ও রাজনৈতিক নেতৃবৃন্দ বরাবরের মত পাশ কাটিয়ে যাচ্ছে।’

ঢাকার রমনায় ইঞ্জিনিয়ারস্ ইনস্টিটিউশন মিলনায়তনে শুক্রবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে আয়োজিত সভায় এ কথা বলেন বামপ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মালেকা বানু। 

তিনি বলেন, ‘বাংলাদেশের সমাজ উন্নয়নে নারীরা পারিবারিক, সাংস্কৃতিক, সামাজিক ও পেশাগত বিশেষ করে গামেন্টস সেক্টর ও কৃষি ক্ষেত্রে বহুমুখী দায়িত্ব পালনসহ রাজনীতি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি সরকারি-বেসরকারি উদ্যোগে একযোগে নারী উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মকা-পরিচালনাসহ নারী নির্যাতন প্রতিরোধে আইনগত সহায়তা ও আন্দোলন চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে জাতীয় ক্ষেত্রে যে প্রবৃদ্ধি ও উন্নয়ন সাধিত হয়েছে তা অর্জনের ক্ষেত্রে নারী সমাজের ব্যাপক ও গুরুত্বপূর্ণ অংশগ্রহণ রয়েছে। কিন্তু নারীর জীবনমানের উন্নতির ক্ষেত্রে তা কতটুকু প্রভাব রাখছে তা ভেবে দেখার বিষয়।‘

প্রসঙ্গত, আগামিকাল ২৬ জানুয়ারি ‘ঘোষণাপত্র ও গঠনতন্ত্র’ বিষয়ক আলোচনা করবেন সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগম। বিষয়ভিত্তিক আলোচনার সারসংক্ষেপ উপস্থাপন করবেন যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম।

এছাড়া সাধারণ সম্পাদকের বক্তব্য রাখবেন মালেকা বানু, সংগঠন বিষয়ে সাধারণ আলোচনা করবেন যুগ্ম সাধারণ সম্পাদক রাখীদাশ পুরকায়স্থ, আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করবেন কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক দিল আফরোজ বেগম। সভার সাধারণ প্রস্তাব পাঠ করবেন কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী।

২৬ জানুয়ারি সকাল সাড়ে ৯ টা থেকে ১০টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সম্মুখে সারা দেশ থেকে আগত বাংলাদেশ মহিলা পরিষদের নেত্রী-সংগঠকবৃন্দের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

Bootstrap Image Preview