Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গায়ে হলুদে অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০১৯, ০৯:৩৩ PM
আপডেট: ২৫ জানুয়ারী ২০১৯, ০৯:৩৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে অতিরিক্ত মদপানে আশিক ও আকিব নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এলাকাবাসী জানায়, গত বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের পাইনাদী মতিন ব্রিজ এলাকার ওমর আলীর ছেলে তোফায়েল হোসেন ও কনে আরমিন হকের বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে গায়ে হলুদ অনুষ্ঠিত হয়। বর ও কনের বাড়িতে পৃথক গায়ে হলুদ অনুষ্ঠানে গান-বাজনার পাশাপাশি আতশবাজির ব্যবস্থা করা হয়েছিল।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন শাহ পারভেজ জানান, ২৩ জানুয়ারি (বুধবার) রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া ঈদগাহ সংলগ্ন আমিনুল হকের মেয়ে আরমিন হকের বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত মদপান করায় চার যুবক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে আশিক ও আকিব মারা যান। আর অন্য দুইজন চিকিৎসাধীন রয়েছেন।

Bootstrap Image Preview