Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রে বিনামূল্যে ‘গাঁজা’ দেওয়া হচ্ছে বেতন না পাওয়া কর্মীদের!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০১৯, ১২:০৯ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০১৯, ১২:০৯ PM

bdmorning Image Preview


মার্কিন প্রশাসনে অচলাবস্থার কারণে চরম আর্থিক সংকটে পড়েছেন দেশটির চাকরিজীবী মানুষ। কেননা, এই অচলাবস্থার কারণে বেতন পাননি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রায় আট লাখ কর্মী।

উদ্ভূত পরিস্থিতিতে বেতন না পাওয়া এসব কর্মীদের বিনামূল্যে মারিজুয়ানা বা গাঁজা দেওয়ার ঘোষণা দিয়েছে গাঁজা প্রস্তুতকারক একটি প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটির নাম‘বাডট্রেডার’। এটি যুক্তরাষ্ট্রের অন্যতম গাঁজা উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব পেজে একটি পোস্ট দিয়েছে। যেখানে বিনামূল্যে কর্মীদের ‘মেডিকেল মারিজুয়ানা’ দেওয়ার ঘোষণা দিয়েছে ওই প্রতিষ্ঠান।

ফেসবুকের ওই পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, বাডট্রেডার বিনামূল্যে ওই সব কর্মীদের গাঁজা দেবে এবং অবশ্যই তা ব্যবহারবিধি মেনে নির্দিষ্ট পরিমাণ দেওয়া হবে। 

Bootstrap Image Preview