Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বুড়িগঙ্গায় নৌকা ডুবি, একই পরিবারের ৩ জনের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০১৯, ০২:১১ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০১৯, ০২:১১ PM

bdmorning Image Preview


ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে ছোট নৌকা ডুবে নিহত এক পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও এক শিশু।

শুক্রবার রাতে লঞ্চের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। নিহতরা হলেন রোজিনা বেগম (৪০), মমতাজ বেজম (৫০) ও রোজিনার স্বামী মতিউর রহমান মতি (৫০)।

সদরঘাট থানার ওসি আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার সময় নৌকাতে একই পরিবারের চারজন ও নৌকার মাঝি ছিলেন। তাদের মধ্যে নৌকার মাঝি সাঁতরে উঠতে সক্ষম হয়েছেন।এখনো আবিদ নামে একটি শিশু নিখোঁজ রয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল অভিযান চালিয়ে রাতে দুই নারীর লাশ উদ্ধার করে। আর শনিবার সকালে উদ্ধার করা হয় আরেকটি লাশ।

Bootstrap Image Preview