বিপিএলের ৩১তম ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট সিক্সার্স ও খুলনা টাইটান্স।প্রথমে টসে জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান করছে সিলেট। জয়ের জন্য খুলনার ১৯৫ রান দরকার।
সিলেট সিক্সার্সের সংক্ষিপ্ত স্কোরঃ ১৯৫/৪
লিটন দাস(৩৪), আফিফ(৪৯), রয়(১), সাব্বির(৪৪)*, পোরান(১২), নেওয়াজ(৩৯)*।
উইকেট নিয়েছেনঃ তাইজুল(৩), জুনায়েদ(১)।
খুলনা টাইটান্স একাদশঃ ব্র্যান্ডন টেইলর (উইকেটরক্ষক), জুনায়েদ সিদ্দিকি, আল-আমিন, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, ডেভিড ভিসে, ইয়াসির শাহ, তাইজুল ইসলাম, জুনায়েদ খান, শুভাশিস রায়।
সিলেট সিক্সার্স একাদশঃসোহেল তানভীর, সাব্বির রহমান, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলোক কাপালি (অধিনায়ক), নিকোলাস পুরান ও মোহাম্মদ নওয়াজ, জ্যাসন রয়।