Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইবির হিসাব বিজ্ঞান বিভাগে নবীন বরণ

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০১৯, ০৩:৫৭ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০১৯, ০৩:৫৭ PM

bdmorning Image Preview


ইসলামী বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগে ২০১৮-২৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১১টায় বিভাগের সভাকক্ষে নবীন বরণ অনুষ্ঠিত হয়।

হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি মোঃ আব্দুস শাহীদ মিয়া। এসময় উপস্থিত ছিলেন, হিসাব বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মিজানুর রহমান, প্রফেসর ড. আবু সিনা, প্রফেসর ড. কাজী আখতার হোসেন, প্রফেসর ড. শেলীনা নাসরীন, ফিন্যান্স বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক সুতাপ কুমার ঘোষ প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে সালমান ও তমা স্বপ্ন ভরা চোখে তাদের অনুভূতি প্রকাশ করে। প্রবীন শিক্ষার্থীদের মধ্য থেকে সুমাইয়া পারভিন ও আউয়াল নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য বক্তব্য প্রদান করেন। পরে বিভাগের আয়োজনে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Bootstrap Image Preview