Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শাবি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শাবি প্রতিনিধি
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০১৯, ০৪:০৪ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০১৯, ০৪:০৪ PM

bdmorning Image Preview


বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল ও সমাবেশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

আজ শনিবার দুপুর ১টায় শাহপরান হলের সামনে থেকে এই মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পসের বিভিন্ন স্খান প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুর কারণে ৪ জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকীতে কোন অনুষ্ঠান করেনি শাবিপ্রবি শাখা ছাত্রলীগ। পরে শনিবার পুনরায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের দিন নির্ধারণ করে তারা। এরই প্রেক্ষিতে শনিবার দুপুর একটার দিকে শাহপরান হলের সামনে থেকে মিছিল বের করে তারা। এসময়  বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে এই মিছিলের সামনে থাকা নিয়ে কিছুটা সময় উত্তেজনা দেখা দেয় নেতাকর্মীদের মাঝে। পরে নেতৃবৃন্দের হস্তক্ষেপে বিষয়টি সমাধান হয়। 

সমাবেশে শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রহুল আমিন ও সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, বাংলাদেশ ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। এখানে কোন সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, মাদকের স্থান নেই। কেউ যদি সম্পৃক্ত থাকে তাকে কঠোর হস্তে দমন করা হবে। আপনারা জানেন ৪ই জানুয়ারি আমাদের এই সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী। আমাদের নেতা সৈয়দ আশরফের মৃত্যুতে ঐ দিনে আমরা কোন অনুষ্ঠান করিনি। এসময় তিনি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সর্বস্তরের নেতাকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।  

Bootstrap Image Preview