Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাব্বিরকে দলে নেয়ার দাবি করেছি, সেটা ঠিক নয়ঃ মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০১৯, ০৪:০৬ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০১৯, ০৪:০৬ PM

bdmorning Image Preview


মাশরাফির জোর দাবিতেই  আসন্ন নিউজিল্যান্ড সফরে টাইগার দলে জায়গা পেয়েছেন সাব্বির রহমান। শুধু দলে জায়গায় নয়, আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ থাকা ছয় মাসের মেয়াদ কমিয়ে তাকে মুক্ত করা হয়েছে।

সাব্বিরের প্রসঙ্গে গত ২৩ জানুয়ারি বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সাংবাদিকদের জানিয়েছিলেন, সাব্বিরের পারফর্মেন্স, আমি পরিস্কার করে দেই। এটা সম্পূর্ণ আমাদের অধিনায়কের পছন্দের। ও খুব জোরালো ভাবে আমাদেরকে দাবি জানিয়েছে। এবং আমরা দুজনই এই পক্ষে অ্যাগ্রি করেছি। ওরা এমন একজনকে চাচ্ছে যারা লোয়ার মিডেল অর্ডারে ফাস্ট বোলারকে সামলাতে পারবে। বিশ্বকাপের প্ল্যান করে, নিউজিল্যান্ডের প্ল্যান করেই ওকে নেয়া হয়েচ্ছে। দেখা যাক, অধিনায়ক যথেষ্ট আত্মবিশ্বাসী তাঁর ব্যাপারে। আমিও আশাবাদি সে ফিরে আসবে।

সত্যিই কি তাই? মাশরাফির চাওয়াতেই সাব্বির দলে জায়গা পেয়েছেন। এমন প্রশ্ন যখন চারি দিকে ঘুরে বেড়াচ্ছে তখন উত্তরটা দিয়েই দিলেন ম্যাশ, ‘শুধু আমার ইচ্ছেতেই সাব্বির নিউজিল্যান্ড সফরের দলে জায়গা পায়নি। এটা আসলে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচক- সবার সিদ্ধান্ত। আমি শুধু মতামত দিতে গিয়ে সাব্বিরের পক্ষে যুক্তি দিয়েছি; কিন্তু আমি জোর করে সাব্বিরকে দলে নেয়ার দাবি করেছি, সেটা ঠিক নয়।’

শুধু তাই নয়, বিসিবির ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান শেখ সোহেল শেখ সোহলে জানিয়েছেন তিনি সাব্বিরের শাস্তির ব্যাপারে কিছু জানেন না, ‘আমি যতটুকু জানি, সাব্বির ছয় মাসের নিষেধাজ্ঞায় আছে। এখন আমি শুনছি তার নিষেধাজ্ঞার মেয়াদ কমানো হয়েছে। তার শাস্তি কমার ব্যাপারে আমি কিছু জানি না। তবে হ্যাঁ, সাব্বির যদি বিসিবি সভাপতির কাছে শাস্তি কমানোর আবেদন করে থাকেন তবে বিষয়টি ভিন্ন।’

Bootstrap Image Preview