Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দারুণ জয়ে বিপিএলে টিকে থাকলো সিলেট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০১৯, ০৫:০৬ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০১৯, ০৫:০৮ PM

bdmorning Image Preview


হারের বৃতে আটকে থাকলো খুলনা টাইটান্স। প্রথম দেখায় সিলেট সিক্সার্সকে হারাটে পারলেও দ্বিতীয় দেখায় হার মানতে হলো তাদের।বিপিএলের ষষ্ঠ আসরে ১০ ম্যাচ খেলে মাত্র দুটি ম্যাচ জিতেছেন। অন্যদিকে ১০ ম্যাচে ৪ জয় নিয়ে এখনো সেরা চারে খেলার স্বপ্ন দেখছে সিলেট সিক্সার্স।

প্রথমে টসে জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান করছে সিলেট।

১৯৫ রানের লক্ষে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করে খুলনার দুই ওপেনার জুনায়েদ ও টেইলর। কিন্তু সিক্সার্স বোলারদের সামনে সেই ভালোটা বেশিক্ষণ ধরে রাখতে পারলো না তারা। নিমিষেই গুড়িয়ে গেল তাদের বাটিং লাইন। অবশেষে ৫৯ রানের হার নিয়ে মাঠ ছাড়ে তারা।

খুলনা টাইটান্সের সংক্ষিপ্ত স্কোরঃ ১০/১৩৭

টেলর(৩৪), জুনায়েদ(২০), আল আমিন(১৬), শান্ত(৩), মাহমুদউল্লাহ(১১), ভেসি(৫), ইয়াসির(৮), তাইজুল(৯), জুনায়েদ(২), শুভাশিষ(০)*।

উইকেট নিয়েছেনঃ নাবিল(৩), কাপালি(১), নেওয়াজ(১), তাসকিন(১), এবাদত(১), তানভির(১), তাসকিন(২),

সিলেট সিক্সার্সের সংক্ষিপ্ত স্কোরঃ ১৯৫/৪

লিটন দাস(৩৪), আফিফ(৪৯), রয়(১), সাব্বির(৪৪)*, পোরান(১২), নেওয়াজ(৩৯)*।

উইকেট নিয়েছেনঃ তাইজুল(৩), জুনায়েদ(১)।

খুলনা টাইটান্স একাদশঃ ব্র্যান্ডন টেইলর (উইকেটরক্ষক), জুনায়েদ সিদ্দিকি, আল-আমিন, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, ডেভিড ভিসে, ইয়াসির শাহ, তাইজুল ইসলাম, জুনায়েদ খান, শুভাশিস রায়।

সিলেট সিক্সার্স একাদশঃসোহেল তানভীর, সাব্বির রহমান, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলোক কাপালি (অধিনায়ক), নিকোলাস পুরান ও মোহাম্মদ নওয়াজ, জ্যাসন রয়।

 

 

Bootstrap Image Preview