বেশ কয়েক এক বছর ধরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে দেশটির ক্রিকেটারদের সম্পর্ক একে বারেই ভালো যাচ্ছে না। বোর্ডের সাথে খেলোয়াড়দের বিরোধিতা লেগেই আছে। আর এই বিরোধিতা যে খুব শীঘ্রই মিটবে না সেটা আবার বুঝা গেল। চলতি বিপিএল খেলার জন্য দেশের হয়ে খেলবে না ঢাকা ডাইনামাইটসের দুই খেলোয়াড় আন্দ্রে রাসেল ও সুনীল নারিন।
দেশের মাটিতে আগামী ২০ ফেব্রুয়ারি সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে লড়বে উইন্ডিজ। বোর্ডের পক্ষ থেকে নারিন এবং রাসেলকে আমন্ত্রণ জানানো হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সেই ওয়ানডে সিরিজ খেলার জন্য। কিন্তু দুজনই বোর্ডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
না খেলার প্রসঙ্গে তাঁরা বোর্ডকে নারিন জানিয়েছেন, ওয়ানডে ম্যাচ খেলার মতো মানসিক অবস্থা এখন তার নেই।
অন্যদিকে রাসেলের জানিয়েছেন, ওয়ানডে ম্যাচ খেলতে হলে যে ফিটনেস দরকার সেটি এখন তার নেই। তিনি নিজের হাঁটুর হালকা চোটের কথাও বলেছেন।