Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মোবাইলে ৫৫ টেলিভিশনে ৫০ শতাংশ ছাড় দিচ্ছে স্যামসাং

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০১৯, ০৭:৩৮ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০১৯, ০৭:৩৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


৫৫ শতাংশ মোবাইলে ও টেলিভিশনে ৫০ শতাংশ ছাড়ে বিক্রি করছে স্যামস্যাং। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে এ ছাড় দেয়া হচ্ছে বলে জানান প্যাভিলিয়ন ইনচার্জ মেহমুদ।

তিনি জানান, রেফ্রিজারেটরে ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় দেয়া হচ্ছে। এয়ার কন্ডিশনে ৫ শতাংশ, রেফ্রিজারেটরে ১০ হাজার এবং ওয়াশিং মেশিনে ১০ শতাংশ পর্যন্ত ছাড় দেয়া হচ্ছে।

টিভিতে ৫০ শতাংশ ছাড় ছাড়াও ফ্রি থাকছে রাইস কুকার, ওয়াশিং মেশিন, মাইক্রো ওয়েভ ওভেন, ভ্যাকুয়াম ক্লিনার। টিভির মতো অন্যান্য পণ্যেও মূল্য ছাড় ছাড়াও ফ্রি থাকছে বিভিন্ন পণ্য।

উল্লেখ্য, এবারের বাণিজ্য মেলায় প্যাভিলিয়ন, মিনি-প্যাভিলিয়ন, রেস্তোরাঁ ও স্টলের মোট সংখ্যা ৬০৫টি। এর মধ্যে প্যাভিলিয়ন ১১০টি, মিনি-প্যাভিলিয়ন ৮৩টি ও রেস্তোরাঁসহ অন্যান্য স্টল রয়েছে ৪১২টি।

Bootstrap Image Preview