বিপিএলের ৩২তম ম্যাচে মুখোমুখি হয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চিটাগং ভাইকিংস ও পয়েন্ট টেবিলের পাঁচে থাকা রাজশাহী কিংস। প্রথমে টসে হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৮ রান করেছে রাজশাহী কিংস। জয়ের জন্য চিটাগং ভাইকিংসের ১৯৯ রান দরকার।
রাজশাহী কিংসের সংক্ষিপ্ত স্কোরঃ ১৯৮/৪
সৌম্য(২৬), ইভান্স(৩৬), চার্লস(৫৫),ডেস্কট(২৭), জঙ্কের(৩৭), ফজলে(১)*।
উইকেট নিয়েছেনঃ খালেদ(২), রাহী(১), ডেলপোর্ট(১)।
চিটাগং ভাইকিংসঃ মুশফিকুর রহিম(অধিনায়ক), শেহজাদ, ডেলপোর্ট, সিকান্দার রাজা, রাহী, মোসাদ্দেক, ইয়াসির আলী, জাদরান, নাঈম হাসান, রবিউল, খালেদ, রাহী ।
রাজশাহী কিংসঃ চার্লস, সৌম্য সরকার, ইভান্স, মিরাজ(অধিনায়ক), ফজলে রাব্বী, আরাফাত সানী, রাব্বী, জঙ্কের, মুমিনুল, ডেস্কট।