Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঘরের মাঠে চিটাগংয়ের দ্বিতীয় হার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০১৯, ১০:৩১ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০১৯, ১০:৩১ PM

bdmorning Image Preview


ঘরের মাঠে টানা দ্বিতীয় ম্যাচ হারলো চিটাগং ভাইকিং। গতকাল রংপুর রাইডার্সের কাছে হারের পর আজ রাজশাহী কিংসের কাছে সাত রানে হারলো মুশফিকরা।

প্রথমে টসে হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৮ রান করে  রাজশাহী কিংস। 

১৯৯ রানের লক্ষে ব্যাটিং করতে নেমে জয়ের দ্বার প্রান্তে গিয়েও সাত রানে হার মানতে হলো মুশফিকদের। ঘরের মাঠে এটি তাদের দ্বিতীয়  হার।

চিটাগং ভাইকিংস সংক্ষিপ্ত স্কোরঃ ১৯১/৮
শেহজাদ(৪৯), ডেলপোর্ট(৭), ইয়াসির(৫৮), মুশফিক(২২), মোসাদ্দেক(১), রাজা(২৯), জাদরান(১১),রবিউল(৩)।

উইকেট নিয়েছেনঃ রাব্বী(২), মিরাজ(২), মোস্তাফিজ(৩), সানী(১)। 

রাজশাহী কিংসের সংক্ষিপ্ত স্কোরঃ ১৯৮/৪

সৌম্য(২৬), ইভান্স(৩৬), চার্লস(৫৫),ডেস্কট(২৭), জঙ্কের(৩৭), ফজলে(১)*।

উইকেট নিয়েছেনঃ খালেদ(২), রাহী(১), ডেলপোর্ট(১)।

চিটাগং ভাইকিংসঃ মুশফিকুর রহিম(অধিনায়ক), শেহজাদ, ডেলপোর্ট, সিকান্দার রাজা, রাহী, মোসাদ্দেক, ইয়াসির আলী, জাদরান, নাঈম হাসান, রবিউল, খালেদ, রাহী ।

রাজশাহী কিংসঃ চার্লস, সৌম্য সরকার, ইভান্স, মিরাজ(অধিনায়ক), ফজলে রাব্বী, আরাফাত সানী, রাব্বী, জঙ্কের, মুমিনুল, ডেস্কট।

Bootstrap Image Preview