শীত এলেই প্রত্যন্ত গ্রামাঞ্চলে একের পর এক শুরু হয় গ্রামীন মেলার আয়োজন। তেমনি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের বরমতোল গ্রামের শুরু হয়েছে মেলা। তবে স্থানীয়রা বলছেন, মেলার নামে সন্ধ্যার পর চলছে অশ্লীল নৃত্যু আর বিকট শব্দের গান।
এ গানের শব্দে একদিকে যেমন এসএসসি পরীক্ষর্থীদের পড়ালেখার প্রস্তুতি নষ্ট করছেন। অন্যদিকে অশ্লীল নৃত্যু ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে যুব সমাজকে। মেলাকে কেন্দ্র করে আগামী মাসের অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থীরা চরম বিপাকে পড়েছে।
মেলার পরিচালক মকসেদ আলী জানান, ২০ দিনের জন্য বিজয় মেলার অনুমোদন দিয়েছে জেলা প্রশাসক। তবে মেলার অনুমোদনের মধ্যে অশ্লীল নৃত্যু অথবা যাত্রাপালা চালানোর কোন অনুমোদন নেই। পাশাপাশি র্যাফেল ড্র পরিচালনার অনুমোদন পেয়েছে বলে দাবি করেন তিনি।
ওই এলাকার এসএসসি পরীক্ষার্থী মোমিনুর রহমান বলেন, গত ৯-১০ দিন ধরে মেলার মাইকের বিকট শব্দের কারণে পড়ালেখা করা সম্ভব হচ্ছে না। বালিয়াডাঙ্গীতে ম্যাচ খুঁজছে সে। যাতে পরীক্ষার আগের কয়েকটা দিন পড়ালেখা করে প্রস্তুতি গ্রহণ করতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আমি মেলা করতে বারণ করেছিলাম। উল্টা আমাকেই হুমকি-ধমক দিয়েছে।
বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক বলেন, শিক্ষার্থীরা ও অভিভাবগণ আমাদেরকেও অভিযোগ করেছে। আমি ঠাকুরগাঁও পুলিশ সুপারের সাথে কথা বলে বিষয়টির ব্যবস্থা গ্রহণ করব। মেলার কারণে পড়ালেখায় বিঘ্ন সৃষ্টি হবে, এটা মেনে নেওয়া হবে না।