Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ছাগল চুরির অভিযোগে উত্তরবঙ্গে দুই যুবকের স্কুটিতে আগুন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০১৯, ১২:২৮ PM
আপডেট: ২৭ জানুয়ারী ২০১৯, ১২:২৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ছাগল চুরির অভিযোগে ভারতের শিলিগুড়ির উপকণ্ঠে মাটিগাড়ার শিসাবাড়ি এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। চুরির অভিযোগে দু’জনকে আটক করে প্রথমে চলেছে গণধোলাই। এমনকি অভিযুক্তদের দুই চাকার যানও আগুনে পুড়িয়ে দিয়েছে স্থানীয়দের একাংশ।

পুলিশ বলছে, পিকনিকের পরিকল্পনা ছিল অভিযুক্তদের। কিন্তু আয়োজনের জন্য কম পড়ছিল টাকা। তাই সংলগ্ন এলাকা থেকে পাঁঠা বা খাসি চুরি করার পরিকল্পনা করেছিল দুই যুবক। কিন্তু তা সফল হয়নি। ছাগল চুরি করতে গিয়ে উত্তেজিত জনতার হাতে কেবল মার খেয়েই ফিরতে হলো তা নয়। রোষের মুখে তাদের স্কুটিও জ্বালিয়ে দেয়া হয়।

পরে পুলিশ গিয়ে উদ্ধার করে নিয়ে আসে ওই দুই যুবককে। তাদের বিরুদ্ধে এলাকায় অশান্তি সৃষ্টির অভিযোগ দায়ের করে গ্রেপ্তার করেছে পুলিশ।

Bootstrap Image Preview