ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাট কোহলি। তিন ফর্মেটেই তিন রাজা। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের এক নম্বর ব্যাটসম্যান।কিন্তু স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে নেই এই শক্তিশালী ব্যাটসম্যান।
বিরাটের না খেলার খবরে হইচই পড়ে গিয়েছে। সকলেই জানতে ইচ্ছুক কেন, বিরাটকে টি-২০ সিরিজের দলে রাখা হল না?
বিসিসিআই-এর তরফে জারি করা একটি মিডিয়া বিবৃতিতে জানানো হয়েছে বিরাটের অনুপস্থিতির খবর। সেখানে জানানো হয়েছে, শুধু টি-২০ সিরিজ নয়, একদিনের সিরিজের শেষ দু'টি ম্যাচও খেলবেন না ক্যাপ্টেন কোহলি।
বোর্ডের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, গত কয়েকমাস ধরে টানা ক্রিকেটের মধ্যে রয়েছেন বিরাট। ফলে তাঁর উপর চাপ বাড়ছে। নিউজিল্যান্ড থেকে ফিরলেই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে হবে ভারতকে। তাই তার আগে বোর্ড চাইছে বিরাটকে পর্যাপ্ত বিশ্রাম দিতে। সেই কারণেই তাঁকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের শেষ দু'টি ম্যাচ ও টি-২০ সিরিজের দলে রাখা হয়নি।