‘সাব্বিরের পারফর্মেন্স, আমি পরিষ্কার করে দেই। এটা সম্পূর্ণ আমাদের অধিনায়কের পছন্দের। ও খুব জোরালো ভাবে আমাদেরকে দাবি জানিয়েছে। এবং আমরা দুজনই এই পক্ষে অ্যাগ্রি করেছি। ওরা এমন একজনকে চাচ্ছে যারা লোয়ার মিডেল অর্ডারে ফাস্ট বোলারকে সামলাতে পারবে। বিশ্বকাপের প্ল্যান করে, নিউজিল্যান্ডের প্ল্যান করেই ওকে নেয়া হয়েচ্ছে। দেখা যাক, অধিনায়ক যথেষ্ট আত্মবিশ্বাসী তাঁর ব্যাপারে। আমিও আশাবাদি সে ফিরে আসবে’।
আসন্ন নিউজিল্যান্ড সফরে সাব্বির রহমানকে দলের রাখার প্রসঙ্গে এই কথা বলেছিলেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
তাঁর এই বক্তব্যে পরিষ্কার ছিলো ক্যাপ্টেন মাশরাফির ইচ্ছাতেই দলে জায়গা পেয়েছেন সাব্বির। কিন্তু সত্যিই কি তাই? এক হাতে কি তালি বাজে?
প্রধান নির্বাচকের কথার প্রেক্ষিতে মাশরাফি জানিয়েছেন,'একটি পরিষ্কার কথা বলছি। সাব্বিরের ওপর আমি আস্থা দেখিয়েছি, এ কারণে না যে তাকে নিতেই হবে। ওকে না নিলে দল চলবে না। তাহলে সাব্বির যে কদিন ছিল না, তত দিন দল চলত না।''
''আপনি যখন কোনো দায়িত্বে থাকবেন, তখন মেনে নিতে হবে যে, এখানে সমালোচনা হতে পারে। আমি যদি নির্বাচক প্যানেলে থেকে সমালোচনার শিকার হতাম তাহলে অন্তত সান্ত্বনা পেতাম। কিন্তু এখন তো আমি তা নই।''
শুধু তাই নয়, সাব্বিরে নিষেধাজ্ঞা প্রসঙ্গে বলতে গিয়ে ম্যাশ আরও জানান,''নিষেধাজ্ঞা কমানো-বাড়ানোর সিদ্ধান্ত পুরোপুরি বোর্ডের। ওখানে আমার কিছু করার নেই। আর দায়ের কথা বলছেন? দায় এড়ানো তো পৃথিবীর সবচেয়ে সহজতম কাজ। এটি ঠিক কি না, ভেবে দেখা দরকার। এখন সাব্বিরকে দলে নেওয়ার ক্ষেত্রে দায় যখন আমার ওপর এসেছে, আমি দায় নিলাম।''
''বাংলাদেশ ক্রিকেট এখন যে জায়গায় গিয়েছে, তাতে এত দায়িত্বহীন হলে হবে না। যেহেতু আমার কথা বলেছেন প্রধান নির্বাচক, আমি দায় নিতে রাজি। ঠিক আছে, ধরেই নিচ্ছি সাব্বিরকে আমার কথা অনুযায়ী দলে এনেছেন। আমিই ওকে নির্বাচন করেছি। কারণ দায় তো কাউকে না কাউকে নিতে হবে। দায় এড়িয়ে কত দিন চলবেন?''