Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাশরাফির এই কাজ আপনাকে ভাবাবে (ভিডিও)

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০১৯, ০২:২৪ PM
আপডেট: ২৭ জানুয়ারী ২০১৯, ০২:২৪ PM

bdmorning Image Preview


নিজের দায়িত্বের প্রতি মাশরাফি অনেক সচেতন। সেটা মাঠে কিংবা মাঠের বাহিরে। তাঁর কাছে প্রতিটি কাজের গুরুত্ব আছে। দায় এড়ানো  পৃথিবীর সবচেয়ে সহজতম কাজ বলে মনে করেন টাইগার দলের এই ওয়ানডে ক্যাপ্টেন।

প্রতিটা কাজের প্রতি ম্যাশ কতটা সচেতন সেটা আবারো ধরা পড়লো। চলতি বিপিএলে রংপুর রাইডার্সকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। রংপুরের খেলা শুরুর আগে স্টেডিয়ামে টিম বাস থেকে নামার সময় বাসের কার্পেট ঠিক করেছেন মাশরাফি।

ভিডিওতে দেখা যাচ্ছে প্রথম বাস থেকে নামার সময় টিম ম্যানেজমেন্টের মিডিয়া ম্যানেজার খেলোয়াড়দের কাছ থেকে তাদের মোবাইল সংগ্রহ করছে। কারণ খেলার সময় খেলোয়াড়দের মোবাইল কাছে রাখতে দেওয়া হয় না।

ঠিক সেই সময়, টিমের কোন এক কর্মকর্তার  জুতার সাথে বাসের নামার গেইটে থাকা  কার্পেট আটকে যায়। এরপর কার্পেটটি যে জায়গায় ছিলো সেখান থেকে সরে যায়। ফলে আরো একজন খেলোয়াড় নামতে গিয়ে তাঁরও পায়ে বাঁধে কিন্তু তাদের পায়ে লাগলেও সেটি তাঁরা কেউ গুরুত্ব দেয় না।

এরপর মাশরাফি নামার সময় তাঁর পায়েও জিনিসটি বাঁধে। তবে অন্যরা গুরুত্ব না দিলে কি হবে? মাশরাফি তো জানেন জিনিসটি এই ভাবে থাকলে অন্য যে কেউ নামার সময় স্লিপ কেটে পড়ে গিয়ে আঘাত পেতে পারেন। তাই দেরি না করে মোবাইল জমা দিয়ে বাসের কার্পেট দুই হাত দিয়ে সঠিক স্থানে রেখে স্টেডিয়ামে প্রবেশ করেন।

সেই ভিডিও দেখতে এখানে ক্লিক করুণ.....................

 

Bootstrap Image Preview