বর্ণবিদ্বেষী মন্তব্য করে ক্ষমা পেলেন না পাকিস্তানের অধিনায়ক সরফরাজ খান। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে।
গত ২২ জানুয়ারি পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের কথা। সেই ম্যাচে প্রথমে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকাকে ২০৪ রানের টার্গেটে দেয় পাকিস্তান।
২০৪ রানের ব্যাট করতে নেমে ৮০ রানেই ৫ উইকেট হারায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এরপর ভ্যান ডার ডুসেন ও তাদের কৃষ্ণাঙ্গ খেলোয়াড় আন্দিলে ফিউলেঙ্কো মিলে ১২৭ রানের জুটি গড়ে দলকে জয় এনে দেন। এই জুটির ব্যাটিং যখন পাকিস্তানের থেকে ম্যাচ দূরে নিয়ে যাচ্ছিল তখন উইকেটের পিছনে থাকা পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদকে কুরুচিপূর্ণ ও বর্ণবিদ্বেষী মন্তব্য করতে দেখা যায়।
সরফরাজ উর্দুকে আন্দিলে ফিউলেঙ্কোকে উদ্দেশ্য করে বলেন, “ওহে কালো ব্যক্তি, তোর মা আজ কোথায় বসে আছে! কি দুয়া পড়িয়ে এসেছিস আজকে তুই।”