Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মানবতার হাত বাড়িয়ে দিলো রাজশাহী কিংস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০১৯, ০৩:১০ PM
আপডেট: ২৭ জানুয়ারী ২০১৯, ০৩:১০ PM

bdmorning Image Preview


সাবেক ক্রিকেটার, কোচ ও ক্রিকেট সংগঠক আমিরুজ্জামান (আমির বাবু) বেশ কিছু দিন ধরেই কিডনি জটিলতা সমস্যায় ভুগছেন। বেশ কিছু জাতীয় গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর সেটি চোখে পড়ে রাজশাহী কিংস টিম ম্যানেজমেন্ট, অফিসিয়াল ও খেলোয়াড়দের।

তাই রাজশাহী কিংস ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, তারা আমিরুজ্জামানের পাশে এসে দাঁড়াবেন। গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগং ভাইকিংসের সঙ্গে ম্যাচ শুরুর আগে আমিরুজ্জামানের পারিবারিক বন্ধু শফিকুল ইসলামের হাতে দুই লাখ টাকার চেক তুলে দেন রাজশাহী কিংসের প্রধান পরিচালন কর্মকর্তা শামসুর রহমান।

এ ব্যাপারে তাহমিদ আজিজুল হক বলেছেন, ‘বাংলাদেশের ক্রিকেট এখন যেখানে এসেছে তার পেছনে অনেক মানুষের অবদান আছে। অনেকেই টাকার কথা না ভেবে ক্রিকেটের জন্য সারা জীবন বিলিয়ে দিয়েছেন। আমিরুজ্জামান সেরকমই একজন। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট খেলেছেন, পরে মাদারীপুর ক্রিকেট ক্লিনিক থেকে তাঁর হাত ধরে উঠে এসেছেন অনেক ক্রিকেটার।

তাঁর এই দুঃসময়ে রাজশাহী কিংস পরিবার সিদ্ধান্ত নিয়েছেন তাঁর পাশে এসে দাঁড়ানোর। খুব স্বল্প সময়ের মধ্যে খেলোয়াড় ও কর্মকর্তাসহ সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা আশা করি, আমিরুজ্জামানের চিকিৎসার জন্য বাকি যে অর্থ প্রয়োজন, সেটি সংগ্রহ করার জন্য ক্রিকেট সংশ্লিষ্ট সবাই তাদের সাধ্যমতো চেষ্টা করবে।’

Bootstrap Image Preview