ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বাকি সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ বিশেষ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন বিভিন্ন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করা শিক্ষার্থীরা।
রবিবার (২৭ জানুয়ারি) দুপুর দুইটার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরআগে ২৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখান থেকে উক্ত কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।
আজকের মানববন্ধনে অংশ নেওয়া মুন্সি আবদুর রউফ কলেজ থেকে আসা শিক্ষার্থী সাখাওয়াত উল্লাহ তানভীর এক প্রশ্নের জবাবে বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা চালুর দাবি জানাচ্ছি। কারণ উচ্চ মাধ্যমিক ও ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য উপযুক্ত সময় আমরা পাই না। দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা সুযোগ আছে। আমরা মনে করি ঢাবিতেও সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ দেয়া হোক।
মানববন্ধনে আসা শিক্ষার্থীরা তাদের হাতে বিভিন্ন ধরণের প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে ছিলেন। প্ল্যাকার্ডে ঢাবিসহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলোতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ নেই সেগুলোর নাম লেখা থাকতে দেখা গেছে।
সম্প্রতি ফেসবুকে তারা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা পদ্ধতি চালুর দাবিতে একটি গ্রুপ খুলেছেন। সেখানে ইতিমধ্যে প্রায় কয়েক হাজার শিক্ষার্থী যুক্ত হয়েছেন বলে জানান, তিনি। তাদের দাবি না মানলে সবাই মিলে আন্দোলনে নামারও কথা বলেন মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের পাশাপাশি মাননববন্ধনে উপস্থিত কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকদেরকেও দেখা গেছে। একজন অভিভাবক বলেন, ‘প্রতিবছর এভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর প্রথমবারে সবার চান্স হবে না, হয়তো কোন এক ভুলের কারণে। দ্বিতীয়বারের মতো সুযোগটা থাকলে একজন শিক্ষার্থী সে আবার চেষ্টা করতে পারে।
তিনি আরও বলেন, ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বন্ধ করার পর থেকে প্রায় প্রতি বছর প্রথমবারে চান্স না পাওয়া শিক্ষার্থীদের দ্বিতীয়বারের জন্য আন্দোলন করতে দেখেছি। পুরো বিষয়টা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটা সহনীয় ভূমিকায় আসা উচিত।
মানববন্ধনে মুন্সি আবদুর রউফ পাবলিক কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাইলস্টোন কলেজসহ ঢাকার ভিতরের এবং বাহিরের দেশের বিভিন্ন যায়গার প্রায় আরো নামকরা কয়েকটি কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
তাদের দাবি আদায়ের বিষয়ে এ মানববন্ধের পর আর কোন কার্যকর কর্মসূচি থাকছে কিনা জানতে চাইলে আন্দোলনকারীদের একজনে বলেন, ‘সেটা আজকের কর্মসূচিতে কর্তৃপক্ষের প্রতিক্রিয়ার উপর নির্ভর করবে। আর তাছাড়া পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিয়ে ঘোষণা দিবো।’