ঘরের মাঠে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে ডাবল- সেঞ্চুরি করেছেন জেসন হোল্ডার। শুধু তাই নয় গুরুত্বপূর্ণ দুটি উইকেটেও নিয়েছেন। যার ফলে টেস্ট র্যাংকিংয়ে সাকিব আল হাসানকে সরিয়ে শীর্ষ স্থান দখল করলেন এই ক্যারিবিয়ান অধিনায়ক।
আইসিসির সদ্য প্রকাশিত টেস্ট র্যাংকিংয়ে ৪৪০ রেটিং নিয়ে শীর্ষে এখন হোল্ডার। দ্বিতীয় স্থানে থাকা সাকিবের রেটিং ৪১৫ এবং র্যাংকিংয়ের তিনে থাকা রবিন্দ্র জাদেজার রেটিং ৩৮৭। অলরাউন্ডার র্যাংকিংয়ের পর ব্যাটসম্যানদের র্যাংকিংয়েও এগিয়েছেন হোল্ডার। ২৫ ধাপ এগিয়ে বর্তমান অবস্থান ৩৩।
উইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট দিয়ে র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন ডওরিচ ও শিমরন হেটমায়ার। হোল্ডারের পাশাপাশি ব্যাট হাতে ১১৬ রানের ইনিংস খেলেন এই ক্যারিবিয়ান উইকেটকিপার ব্যাটসম্যান। ব্যাটসম্যানদের র্যাংকিংয়ের ১৪ ধাপ এগিয়ে ৪৭ এ উঠে এসেছেন ডওরিচ। ১১ ধাপ এগিয়ে ৪০ নম্বরে উঠে এসেছেন হেটমায়ার। এছাড়াও ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। তার রেটিং ৯২২।