Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাটকেলঘাটায় পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি

ইলিয়াস হোসেন, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০১৯, ০৪:২৮ PM
আপডেট: ২৭ জানুয়ারী ২০১৯, ০৪:২৯ PM

bdmorning Image Preview


'পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন' এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার পাটকেলঘাটা থানা পুলিশের আয়োজনে পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকাল ১০ টায় পাটকেলঘাটা থানা অফিসার ইন-চার্জ রেজাউল ইসলাম রেজার নেতৃত্বে ও তদন্ত ওসি বিপ্লব কান্তীর তত্বাবধায়নে র‌্যালিটি থানা হতে বের হয়ে পাটকেলঘাটা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা গেটে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে উপস্থিত সকলকে থানা পুলিশের পক্ষ থেকে মিষ্টিমুখ করানো হয়।

এছাড়া আগামী ২৯ জানুয়ারি পুলিশ সুপার পাটকেলঘাটার সকল স্তুরের জনগণের সাথে পুলিশ সপ্তাহ ২০১৯ উপলক্ষে পুলিশী সেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন।

উল্লেখ্য, ২৭ জানুয়ারী থেকে ২ রা ফেব্রুয়ারী পর্যন্ত পুলিশ সপ্তাহের কার্যক্রম অনুষ্ঠিত হবে।    
 

Bootstrap Image Preview