Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নারীর গলায় বাসা বেধেছে জোঁক!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০১৯, ০৪:৫২ PM
আপডেট: ২৭ জানুয়ারী ২০১৯, ০৪:৫২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


কয়েক দিন ধরেই অসহ্য মাথা ব্যথায় কাবু ভিয়েতনামের এক নারী। ব্যথা থেকে মুক্তি পেতে তিনি চিকিৎসকের দ্বারস্থ হন। কিন্তু ওই নারীর গলা পরীক্ষা করার পরই চিকিৎসকের চক্ষু চড়কগাছ।

পরীক্ষা করে দেখা যায়, ৬৩ বছরের ওই নারীর গলার মধ্যে বাস করছে একটা মোটাসোটা রক্তচোষা জোঁক। তারপরই তড়িঘড়ি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসক। অস্ত্রোপচারের মাধ্যমে মহিলার গলা থেকে বার করে আনা হয় জোঁকটিকে। জোঁকটি প্রায় ২ ইঞ্চি লম্বা ছিল।

চিকিৎসকদের অনুমান প্রায় তিন মাস ধরে জোঁকটি ওই নারীর গলাতেই ছিল। অস্ত্রোপচারের পর ছেড়ে দেওয়া হয়েছে ওই নারীকে। জানা গিয়েছে তিনি এখন সুস্থ রয়েছেন।

Bootstrap Image Preview