Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দিনেদুপুরে ঢাবিতে ছাত্রীদের সামনে আপত্তিকর কাজে লিপ্ত নগ্ন চালক, ভিডিও ভাইরাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০১৯, ০৫:১১ PM
আপডেট: ২৭ জানুয়ারী ২০১৯, ০৫:১১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


দিনেদুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরের সড়কে যৌন অসভ্যতার অভিযোগে বহিরাগত এক মাইক্রোবাস চালককে আটক করেছে শিক্ষার্থীরা।

আটক ওই চালকের নাম আবদুল করিম। তিনি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে চুক্তিভিত্তিক গাড়ি চালান। তার গ্রামের বাড়ি বরিশালের মুলাদী উপজেলার হোসনাবাদে।

গতকাল শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে থেকে ঐ চালককে গাড়িসহ আটক করে পুলিশে দেয় শিক্ষার্থীরা। ইতিমধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, বর্তমানে ওই চালক ও গাড়িটি শাহবাগ থানায় আছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ির মধ্যে নগ্ন অবস্থায় আপত্তিকর কাজে লিপ্ত ছিল ওই ড্রাইভার। এ সময় সে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে গাড়ির মধ্যে ডাকতে থাকে। বিষয়টি দেখে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী জড়ো হয়ে যায়।

এক পর্যায়ে ওই ড্রাইভার দ্রুত গাড়ি চালিয়ে সটকে পড়ার চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীরা তার গতিরোধ করে গাড়ি আটক করে এবং প্রক্টোরিয়াল টিমের মাধ্যমে পুলিশে তুলে দেয়।

Bootstrap Image Preview