Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নিজের গায়ে হলুদে নাচলেন ফারিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০১৯, ০৫:৫১ PM
আপডেট: ২৭ জানুয়ারী ২০১৯, ০৫:৫১ PM

bdmorning Image Preview


দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। গত শনিবার (২৬ জানুয়ারি) রাতে রাজধানী গুলশানের একটি পার্টি সেন্টারে তার গায়ে হলুদের আয়োজন করা হয়েছিলো। ফারিয়া-অপুর হলুদকে ঘিরে ছিলো তারকাদের মিলনমেলা। সেই আয়োজনে বরের সঙ্গে ফারিয়ার নাচ সকলকে মুগ্ধ করেছে।

পালকীতে বসে গানের তালে নাচতে নাচতে হলুদের অনুষ্ঠানে প্রবেশ করেন ফারিয়া। অতিথিদের সঙ্গে মঞ্চেও ফারিয়াকে শরীর দোলাতে দেখা যায়। বর অপু আসেন হলুদ রঙের ভেসপায় চড়ে।

গায়ে হলুদ অনুষ্ঠানের একেবারে শেষ দিকে মঞ্চে আসেন শবনম ফারিয়া ও হারুনুর রশীদ অপু। বর-কনে বাংলাদেশের দুটি সিনেমার গানের সঙ্গে নেচেছেন। প্রথম গানটি ছিল শাকিব খান অভিনীত ‘নবাব’ ছবির ‘দেব তোকে দেব ষোলো আনা’ আর অন্যটি অনন্য মামুন পরিচালিত ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবির ‘বাংলাদেশের মেয়ে’। গায়ে হলুদ অনুষ্ঠানের মূল মঞ্চে বর-কনের নাচের আগে অনেকেই নেচেছেন।

আগামী মাসের প্রথম দিন তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে।  শবনম ফারিয়া আর অপুর বিয়েটা দুই বছর আগেই হওয়ার কথা ছিল। ওই সময় অপুর বাবা মারা যাওয়ার কারণে বিয়েটা পিছিয়ে যায়। পরের বছর আবার ফারিয়ার বাবা মারা যান। এ কারণে দুই বছর পিছিয়ে যায় তাদের বিয়ে।

Bootstrap Image Preview