Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে পুলিশ সেবা সপ্তাহের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০১৯, ০৬:০২ PM
আপডেট: ২৭ জানুয়ারী ২০১৯, ০৬:০২ PM

bdmorning Image Preview


'পুলিশকে সহায়তা করুন, পুলিশ সেবা গ্রহণ করুন' এই প্রতিপাদ্যকে সামনে রেখেই সারাদেশে পুলিশ সেবা সপ্তাহের প্রথমদিনে সারাদেশে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রবিবার (২৭ জানুয়ারি) পুলিশ সেবা সপ্তাহের প্রথমদিনেই বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

মূলত, পুলিশের সেবা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতেই এই পুলিশ সেবা সপ্তাহ চালু করা হয়েছে। র‌্যালিটি হবিগঞ্জ সদর থানা থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণের মাধ্যমে সেবা সপ্তাহের শুরু করা হয়।

র‌্যালিতে অংশ নেন- সিলেট র‌্যাঞ্জের ডিআইজি মো. কামরুল হাসান বিপিএম, জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, সহকারি পুলিশ সুপার এসএম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, সৈলেন চাকমা, এসএম রাজু আহমেদ, পারভেজ আহমেদ প্রমুখ।

এছাড়াও হবিগঞ্জ জেলার ৯ টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ পুলিশের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। 


 

Bootstrap Image Preview