Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ছিনতাইকারীর হামলায় শাবি শিক্ষার্থী আহত

আবদুল্লা আল মাসুদ, শাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০১৯, ০৭:৪১ PM
আপডেট: ২৭ জানুয়ারী ২০১৯, ০৭:৪১ PM

bdmorning Image Preview


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের এক শিক্ষার্থী ছিনতাইকারীর আঘাতে গুরুতরভাবে আহত হয়েছেন।

রবিবার (২৭ জানুয়ারী) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের পার্শ্ববর্তী টিলায় এ ঘটনা ঘটে। পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত শিক্ষার্থী দেওয়ান হাসিবুল বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের ৩য় বর্ষে অধ্যয়নরত।

ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আহত শিক্ষার্থী দেওয়ান হাসিবুল তার এক সহপাঠীকে নিয়ে কেন্দ্রীয় মিলনায়তনের পার্শ্ববর্তী টিলায় ঘুরতে যায়। ছিনতাইকারী তার কাছ থাকে ব্যাগ ছিনতাই করতে গেলে সে বাধা দেয়। এসময় ছিনতাইকারী তার মাথায় গাছের ডাল দিয়ে আঘাত করলে গুরুতরভাবে জখম হয়।

পরে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে আসলে অবস্থা গুরুতর দেখে সেখান থেকে অ্যাম্বুলেন্সযোগে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কর্তব্যরত চিকিৎসক জানান, তার মাথার সিটিস্ক্যান করে পরবর্তী চিকিৎস্যা ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সহকারী প্রক্টর জাহিদ হাসান বলেন, বর্তমানে সে আশঙ্কামুক্ত রয়েছে।


 

Bootstrap Image Preview