রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মো. শাহাদাত হোসেন (২৪) নামে এক শিক্ষার্থী মারা গেছেন।
আজ রবিবার ভোর সাড়ে পাঁচটায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছিলেন।
জানা যায়, মৃত ওই শিক্ষার্থী ম্যাটেরিয়ালস্ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিচ্ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার পানবাড়ী গ্রামের রুহুল আমিন প্রধানের ছেলে।
শাহাদাতের সহপাঠী রাকিবুল হাসান জানান, প্রায় চার বছর ধরে শাহাদাত কোষ্ঠকাঠিন্যে ভুগছিলেন। গত ৭ জানুয়ারি অবস্থা গুরুতর হলে তাঁকে রামেক হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের কয়েকদিন পর থেকে তিনি বাবা-মায়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুরে বাসা ভাড়া নিয়ে থাকতেন। গত শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পুনরায় তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার ভোরে তিনি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিভাগের সভাপতি অধ্যাপক এম আসাদুল হক বলেন, “আমি বিষয়টি জেনেছি। এখন হাসপাতালে আছি। তাঁর মরদেহ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করছি।”