Bootstrap Image Preview
ঢাকা, ১০ রবিবার, আগষ্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নিখোঁজের ১০দিন পর সেফটি ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার

আসাদ গাজী, শরীয়তপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০১৯, ০৯:০২ PM
আপডেট: ২৭ জানুয়ারী ২০১৯, ০৯:০২ PM

bdmorning Image Preview


শরীয়তপুরের ভেদরগঞ্জ সখিপুরে একটি টয়লেটের সেফটি ট্যাংকের ভিতর আল-আমিন (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার সখিপুর থানার চরকুমারিয়া ইউনিয়নের বাহেরচর নাজিমউদ্দিন মোল্লা কান্দি গ্রামের হাফেজ শরীফ মোল্লার বাড়ির টয়লেটের সেফিট ট্যাংকের ভিতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

আল-আমিন (১১) উপজেলার সখিপুর থানার চরকুমারিয়া ইউনিয়নের বাহেরচর নাজিমউদ্দিন মোল্লা কান্দি গ্রামের স্বপন মাঝির ছেলে। আল-আমিন ৭৬ নং বাহেরচন কদমতলী মোল্লার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় একই গ্রামের বাহেরচর নাজিমউদ্দিন মোল্লার কান্দি জামে মসজিদে ওয়াজ শোনার জন্য বাড়ি থেকে বের হয় আল-আমিন। পরে আর বাড়ি ফিরে আসেনি। এরপর তার পরিবারের সদস্যরা এলাকা ও আত্মীয় স্বজনদের বাড়িতে অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে আল-আমিনের বাবা সখিপুর থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন।

অবশেষে নিখোঁজের ১০ দিন পর বাড়ির একশ ফুট দূরে শনিবার রাত ৮টার দিকে হাফেজ শরীফ মোল্লার বাড়ির টয়লেটের সেফটি ট্যাংকের ভিতর থেকে আল-আমিনের বাবা স্বপন মাঝি ও তার ফুপা ছালাম মাঝি লাশটির সন্ধান পেলে সখিপুর থানা পুলিশকে খবর দেয়।

পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

 

Bootstrap Image Preview